Saturday, December 6, 2025

চৌগাছায় মধ্যরাতে মুদি দোকানে চোরের হানা, ৩ লাখ টাকার ক্ষতি

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ভোরবেলায় একটি মুদি দোকানে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভাস্কর্য মোড় সংলগ্ন চৌগাছা–কোটচাঁদপুর সড়কের পাশে অবস্থিত মেসার্স শওন এন্টারপ্রাইজ  নামের দোকান থেকে প্রায় ৩ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে।

বুধবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে দোকানটির মালিক আব্দুল মজিদ (৫৫) দেখতে পান, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এবং নগদ আরও ১ লাখ ৫০ হাজার টাকা মিলে মোট ৩ লাখ টাকার সম্পদ চুরি হয়ে গেছে।

এদিকে, ওই দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা এক চোর টিনের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে মালামাল ও টাকা নিয়ে যায়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মুদি দোকানে চুরির ঘটনা সত্য। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর শনাক্তের চেষ্টা চলছে।

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর