বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুসা সুমনের বিরুদ্ধে নৈতিক অবক্ষয় ও এলাকার মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি আমলে নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো আচরণের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ কারণে আগামী দুই দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং সদস্য সচিব রাজিচুর রহমান সাগরের নিকট লিখিতভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি







