যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের দুই যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডাকাতিয়া ব্যাংক মোড়ে। আহতরা হলেন, রিদয় (২৩), ও ইয়াসিন আরাফাত। ইয়াসিন স্থানীয় একটি গ্যারেজের মেকানিক।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে নয়টার পর কাজ শেষ করে বন্ধু রিদয়ের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইয়াসিন। পথিমধ্যে ডাকাতিয়া ব্যাংক মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। এর মধ্যে রিদয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়।
রাতদিন সংবাদ







