Saturday, December 6, 2025

যশোরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতার উপর হামলার অভিযোগ

যশোর সদর উপজেলার বিরামপুর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের প্রতিবাদ করায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যশোর জেলা যুব বিষয়ক সম্পাদকের উপর হামলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার স্ত্রীর শ্লীলতাহানি ও শিশু সন্তানকেও মারধরের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ এনে গত ২৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পল্লব কুমার দাস। অভিযোগটি আমলে নিয়ে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় তার প্রতিবেশী গৌরাঙ্গ বিশ্বাসকে বিবাদী করা হয়েছে।

পল্লব কুমার দাসের অভিযোগ, কয়েকদিন আগে প্রতিবেশী গৌরাঙ্গ বিশ্বাসের বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে তিনি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিলে পল্লবের বাড়ির লাইন ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির যশোর অফিসে জানালে কর্তৃপক্ষ অভিযুক্তের মিটার খুলে নেয়।

পল্লবের দাবি, এরপর থেকেই গৌরাঙ্গ বিশ্বাস ও তার স্ত্রী শম্পা বিশ্বাস তাকে বিভিন্ন হুমকি ও গালিগালাজ করতে থাকেন। গত ২১ সেপ্টেম্বর দুপুরে গৌরাঙ্গ বিশ্বাস তার বাড়িতে এসে স্ত্রীকে হুমকি দেন এবং বিকেলে তার মাকেও একইভাবে হুমকি দেওয়া হয়।

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টার দিকে গৌরাঙ্গ বিশ্বাস তার বাড়িতে ঢুকে তাকে কিল-ঘুষি মারেন, এতে তিনি আহত হন এবং তার ২০ হাজার টাকার মোবাইল ফোন ভেঙে যায়। এ সময় স্ত্রী ও শিশুকন্যাকে ধাক্কা দিয়ে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগও করেন তিনি।

ঘটনার সময় প্রতিবেশী আখি বিশ্বাস ও মীরা রানী দাসসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে গৌরাঙ্গ ক্ষতির হুমকি দিয়ে চলে যান।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর