Sunday, September 28, 2025

নড়াইলে সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

নড়াইল প্রতিনিধি: নড়াইলে চন্দ্রকথা সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনিকা একাডেমি ও চন্দ্রকথা সাহিত্য রাজ্যের উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান।

প্রধান আলোচক ছিলেন-যশোরের ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহযোগী অধ্যাপক বেলাল সানী। অনুষ্ঠান পরিচালনা করেন মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতান।
অনুষ্ঠানে কবি মফিদুল ইসলাম, আবৃত্তিশিল্পী শেখজাদী নঈমা জব্বারী বনানী ও সাহিত্য প্রত্যাশা পত্রিকাকে ‘চন্দ্রকথা সাহিত্য সম্মাননা’ প্রদান করা হয়।

এছাড়া আবৃত্তি প্রতিযোগিতায় দুই বিভাগে ১৩ জন শিশুকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর