বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর কর্তৃক কালেকটিভ বার্গেনিং এজেন্ট (সিবিএ) হিসেবে স্বীকৃতি পাওয়ায় যশোরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি-২১৪০)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে যশোরের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-২ (ওজোপাডিকো) প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে শ্রমিক কর্মচারীদের অধিকার ও বিদ্যুৎ খাতের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা আশা প্রকাশ করেন, সিবিএ হিসেবে স্বীকৃতি পাওয়ায় এই শ্রমিক ইউনিয়ন ন্যায্য দাবি আদায়ে আগামীতে আরও জোরালো এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে যশোর জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর । এছাড়া আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা শাখার সভাপতি ফারুক আহম্মদ সিদ্দিকী। অনুষ্ঠানটি সভাপতিত্বে ও সঞ্চালনা করেন যশোর জেলা শাখার সহ-সভাপতি খন্দকার শাহজাহান আলী। অনুষ্ঠানে যশোর জেলা শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন।
জুম্মান হোসেন







