Sunday, September 28, 2025

লন্ডনে সাইবার হামলা: ১৮ নার্সারির ৮ হাজার শিশুর তথ্য চুরি

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ভয়াবহ সাইবার হামলা চালিয়েছে ‘রেডিয়েন্ট’ নামের একটি হ্যাকার গ্রুপ। তারা ১৮টি নার্সারি ও ডে কেয়ার সেন্টারের ৮ হাজারেরও বেশি শিশুর তথ্য চুরি করেছে। নিজেদের ডার্ক ওয়েব পোর্টালে প্রকাশিত বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে হ্যাকাররা।

প্রমাণ হিসেবে ১০ জন শিশুর নাম, ছবি, ঠিকানা ও পারিবারিক তথ্য প্রকাশ করেছে তারা। গ্রুপটি জানিয়েছে, শিগগিরই আরও ৩০ জন শিশু ও ১০০ কর্মীর ব্যক্তিগত তথ্য ফাঁস করা হবে।

চুরি হওয়া তথ্যগুলো যুক্তরাজ্যভিত্তিক নার্সারি ও ডে কেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান কিডো ইন্টারন্যাশনাল-এর আওতাধীন। এ বিষয়ে মন্তব্যের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করলেও কোনো উত্তর মেলেনি। তবে হ্যাকাররা রয়টার্সকে জানিয়েছে, তারা কয়েক সপ্তাহ ধরে কিডো ইন্টারন্যাশনালের নেটওয়ার্কের ভেতরে ছিল এবং মুক্তিপণ দাবি করেছে।

কত অর্থ চাওয়া হয়েছে তা জানায়নি হ্যাকাররা। যদিও তারা দাবি করেছে, তারা রাশিয়ার নাগরিক—তবে এর কোনো প্রমাণ দেয়নি।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে তাদের সাইবার ক্রাইম ইউনিট। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের কর্মকর্তা জোনাথন এলিসন বলেছেন, অর্থের জন্য শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করা অত্যন্ত জঘন্য কাজ।

অনলাইন ডেস্ক/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর