Sunday, September 28, 2025

দাউদকান্দিতে ভাণ্ডারী তরিকা নিয়ে কলহের জেরে বৃদ্ধাকে হত্যা

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

কুমিল্লার দাউদকান্দিতে তরিকা নিয়ে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম আব্দুল বারেক। তিনি ওই গ্রামের ওমর মিয়া ব্যাপারীর ছেলে।  আজ সকালে হুমায়ন নামের ভাণ্ডারী তরিকার এক লোক তাকে শ্বাসরোধ ও কিলঘুষি দিয়ে গুরতর আহত করলে স্বজনরা উদ্ধার করে দ্রুত পৌরসভার এলাহাম হাসপাতালে নিয়ে আসে। দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল হালিম প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে বারেককে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  সকালে উপজেলার উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রাসাদ গ্রামে।

নিহতের স্বজন জানায়,শুক্রবার সকালে ভান্ডারী তরিকা করে হুমায়ুন নামের এক ব্যক্তি গ্রামে চাল তুলতেছিল। এনিয়ে বারেক ও হুমায়ুনের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হুমায়ূন ক্ষিপ্ত হয়ে বারেককে গলাচেপে ধরে এতে শ্বাসরোধ হয়ে  বদ্ধার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাউসার।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) জুনায়েত চৌধুরী জানান,”গঙ্গাপ্রাসাদ এলাকার অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতালে পাঠিয়েছি। মরদেহ উদ্বার করে ময়নাতদন্ত রিপোটের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমিক) পাঠানো হবে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বলতে পারব। যদি হত্যাকান্ডের ঘটনা ঘটে তবে অবশ্যই দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিশেষ প্রতিনিধি
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর