Sunday, September 28, 2025

নড়াইলে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল শহরের নড়াইল প্রেসক্লাবের সামনে এসে জমায়েত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক নড়াইল জেলা আমির মির্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। সমাবেশের সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন।

প্রধান বক্তা আতাউর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন, “যারা এখনো ২০১৪, ২০১৮ এবং ২৪ সালের মতো প্রহসনের নির্বাচন করার স্বপ্ন দেখেন, তাদের সেই স্বপ্ন বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। তারা বুঝতে চায় না পিআর কী। ১৯৯১ সালে জামায়াতের উদারতার কারণে বিএনপি সরকার গঠন করতে পেরেছিল। যদি আমরা সিদ্ধান্ত নিতাম বিএনপিকে সমর্থন দেবো না, তাহলে সেদিন অন্য দল ক্ষমতায় যেত। কিন্তু আমরা বিএনপিকে পূর্ণ সমর্থন দিয়েছিলাম বলেই তারা সরকার গঠন করতে পেরেছিল।”

তিনি আরও বলেন, “৯৪ সালে মাগুরা উপনির্বাচনে ভোট ডাকাতির কারণে বিএনপি সরকারে থেকেও কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন করতে বাধ্য হয়েছিল। তখনও তারা বুঝতে পারেনি কেয়ারটেকার সরকার কী, অথচ পরে নিজেরাই সেই ব্যবস্থা এনে ক্ষমতা ছেড়েছিল।”

বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর