Sunday, September 28, 2025

নড়াইলে শিবিরের ইউনিয়ন সভাপতিকে ছুরিকাঘাত

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

মাদরাসায় একটি কুইজ প্রতিযোগিতাকে করে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুম হাসানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা একটার দিকে কুমড়ি তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসা শিবিরের উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কুইজ প্রতিযোগিতা শেষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হামলাকারী লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের মিঠু শেখের ছেলে ফাহিম শেখ (১৮)।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  কুমড়ি তালবাড়িয়া হামিদিয়া আলিম মাদরাসায় সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ছাত্রশিবির। প্রতিযোগিতা চলাকালে অভিযুক্ত ফাহিম শেখ হঠাৎ করে ক্লাসে ঢুকে কিছু প্রতিযোগীকে উত্তর বলে দিচ্ছিল। এসময় আয়োজক কতৃপক্ষ তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে। এসময় ফাহিম আয়োজক কতৃপক্ষের সাথে বাজে ব্যবহার করে বের হয়ে যায়। পরবর্তীতে বাইরে গিয়ে ধারালো ছুরি নিয়ে এসে ভুক্তভোগী মাসুম হাসানের (১৮) গলা বরাবর আঘাত করে। এসময় বাধা দেওয়ার চেষ্টা ধারালো ছুরির আঘাত গলায় না লেগে কাঁধে গিয়ে লাগে। এসময় তাকে উদ্ধার করে গ্রাম্য ডাক্তারের নিকট থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শিক্ষক ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ফাহিম শেখ দীর্ঘদিন উক্ত প্রতিষ্ঠানে এবং আশপাশের এলাকায় বিভিন্ন মানুষের সাথে মারামারিসহ সন্ত্রাসী কর্যক্রমে লিপ্ত রয়েছে। এছাড়াও সম্প্রতি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকও তার কাছে লাঞ্ছিত হন।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস এম আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “একটা কুইজ প্রতিযোগিতা হচ্ছিল। সেখানে অভিযুক্ত ফাহিম গিয়ে কিছু প্রতিযোগীকে সঠিক উত্তর বলে দিচ্ছিল এ সময় আয়োজকরা তাকে বাধা দেয় এবং বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুমের উপর হামলা করে ফাহিম। সে কিছুদিন আগে আমাকেও লাঞ্ছিত করেছে। সে চরম বেয়াদব। আমরা তার বিচার চাই।” উপযুক্ত বিচার নাহলে সকল শিক্ষককে নিয়ে ক্লাস বর্জনের হুঁশিয়ারিও দেন তিনি।

ভুক্তভোগী মাসুম বলেন, তার সাথে আমার ব্যাক্তিগত কোনো শত্রুতা নাই। কিন্তু আমার সাথে যে অন্যায় হয়েছে, আমি তার বিচার চাই। এ ধরনের কাজ যাতে আর কারো সাথে নাহয়, সেজন্য সবাইকে সচেতন থাকা দরকার।

হামলার নিন্দা জানিয়ে জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন বলেন, মাসুম ভাইয়ের উপর হামলার ঘটনা উদ্বেগজনক। নড়াইলে পুলিশ প্রশাসনের দুর্বল অবস্থানের কারণে সবজায়গায় এধরনের অন্যায় কাজ ও সহিংসতা হচ্ছে। এ সকল কাজের সাথে যে বা যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবো।

এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত ফাহিম শেখের মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে প্রথমবার কল ঢুকলেও তিনি সেটি রিসিভ করেননি। পরবর্তীতে অসংখ্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, আমরা এ বিষয়ে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলেছি। তারা অভিযোগ দিলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর