যশোর শহরের রেলরোড এলাকায় ‘জনি কাবাব’ রেস্তোরাঁর একটি এসি মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরিফ যশোরের পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ও বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের কাজ করছিলেন।
আরিফের সহকারী জাফর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকেলে জনি কাবাবের একটি এসি মেরামতের জন্য তারা সেখানে যান। কাজ করার সময় আরিফ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন তারা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম আরিফকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটার পর রেস্তোরাঁয় উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য রেলরোড এলাকার দোকানগুলোতে চাঞ্চল্য দেখা দেয়।
যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম বলেন, আরিফকে আনার সময়ই তিনি মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র বিদ্যুৎস্পৃষ্টেই তার মৃত্যু হয়েছে।







