Saturday, December 6, 2025

যশোর সরকারি এমএম কলেজের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ

ওয়াসি মোহাম্মদ সাদিক: যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে চৌগাছা সড়কে একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে মশিউরনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এমএম কলেজ সূত্রে জানা গেছে, কলেজের বাসটি সকাল ৬টা ৫০ মিনিটে যশোর থেকে চৌগাছার উদ্দেশ্যে ছাড়ে এবং সকাল ৭টা ৪০ মিনিটের দিকে চৌগাছায় পৌঁছায়। এরপর সকাল ৭টা ৫০ মিনিটে শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসের দিকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও ২০-২৫ জন শিক্ষার্থী সামান্য আহত হয়েছেন। কারও ঠোঁট, হাত ও পা কেটে গেছে, কেউ কেউ বমি করছেন।

এদিকে চৌগাছা থেকে যশোরগামী বাসগুলোর দুর্ব্যবহার ও পূর্ণ ভাড়া নেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তারা জানান, বাস মালিক সমিতির ভাড়ার চার্টে যাতায়াত ভাড়া ৩০ টাকা হলেও সুপারভাইজাররা তা মানছেন না এবং শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিচ্ছেন না।

চৌগাছা পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতু ‘রাতদিন নিউজ’কে জানান, “শিক্ষার্থীদের ভোগান্তি নিয়ে আমি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। কোথাও সমাধান হয়, কোথাও হয় না। এ কারণে আমি একটি অনলাইন গ্রুপ খুলেছি, যেখানে শিক্ষার্থীরা তাদের অভিযোগ জানাতে পারেন এবং আমি সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি।”

শিক্ষার্থীরা দ্রুত দুর্ঘটনাপ্রবণ এলাকা ও পরিবহন খাতের অনিয়ম দূর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর