Saturday, December 6, 2025

যশোরের ‘বিধি তুমি বলে দাও আমি কার’ — রাতদিন নিউজে ভাইরাল

মঙ্গলবার যশোর কোতোয়ালি থানার চত্বরে এক নারীকে কেন্দ্র করে দুই স্বামীর টানাহেঁচড়ার ঘটনা রীতিমতো ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়। মুহূর্তেই মুখে মুখে ছড়িয়ে পড়ে ঘটনাটি। ফেসবুকের টাইমলাইনজুড়ে ভেসে ওঠে এই ঘটনার ভিডিও ও সংবাদ। সংবাদ প্রকাশিত হয় আঞ্চলিক, জাতীয় সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়াতে। রাতদিন নিউজেও এই ঘটনা নিয়ে সংবাদ ও ভিডিও স্টোরি প্রকাশ করা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রথম এক ঘণ্টায় ভিউ অর্ধলাখ ছাড়ায়, আর দুই ঘণ্টার মধ্যেই তা ছুঁই ছুঁই করে দেড় লাখে পৌঁছে যায়। তিন ঘন্টার আগেই দুই লাখ ভিউ ছুয়ে যায়।  অনেকে সংবাদটি শেয়ার করেন, কেউ আবার কপি করে অন্যত্র পেস্ট করেন।

ভিডিও প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে নানা ধরনের মন্তব্য আসতে থাকে। কেউ সমালোচনা করেন নারীকে, কেউবা দোষারোপ করেন স্বামীদের। অনেকে আবার স্ত্রীকে ছেড়ে দেওয়া ও দুই স্বামীকে কারাগারে পাঠানো নিয়ে নানা মন্তব্য করেন।

উল্লেখ্য, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার ও এক ছেলে–এক মেয়ে রয়েছে। সম্প্রতি সীমা ফরিদপুর সদরের পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, ঘর ছেড়ে পলাশকে নিয়ে ভারতে পালিয়ে যান এবং সেখানে বিয়েও করেন। রোববার রাতে তারা যশোরে এসে একটি হোটেলে ওঠেন। বিষয়টি জানতে পেরে প্রথম স্বামী বিকাশ হোটেলে হানা দিলে ত্রিমুখী এই ঝামেলা গড়ায় থানা পর্যন্ত। আইনি সহায়তা নিতে বিকাশ, সীমা ও পলাশ তিনজনই কোতোয়ালি থানায় হাজির হন। সেখানেই শুরু হয় চরম উত্তেজনা, হাতাহাতি ও মারামারি। এক নারীকে নিয়ে দুই পুরুষের প্রকাশ্য টানাহেঁচড়া দেখতে থানায় ভিড় জমান উৎসুক জনতা। অনেকে দৃশ্যটি দেখে মন্তব্য করেন, ‘এ যেন বিখ্যাত গানের সেই লাইন—বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুইটি মনের দাবিদার।’ আর সেই শিরোনামেই রাতদিন নিউজে সংবাদটি প্রকাশ হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর