Sunday, September 28, 2025

যশোরে ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগে সেই ডিলার সোহেল আটক

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

যশোরে এক কোম্পানির ডিপো ম্যানেজারকে জরুরি কথা আছে বলে অফিসে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ডিলার সোহেল আমিনকে আটক করা হয়েছে। সোমবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহিদুল ইসলাম। সোহেল স্টেডিয়ামপাড়ার বদরুল আমিন সালামের ছেলে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, চার-পাঁচ মাস আগে সোহেল তাদের কোম্পানির ডিলারশিপ নেন। গত ১৮ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে অফিসে ডিলারদের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে সোহেল ওই নারীর মোবাইল নম্বর নেন। ওই দিনই রাত আটটার পর তিনি কল করে বাড়ির সামনে গিয়ে কথা বলেন। এ সময় তাকে বলা হয় শুক্রবার সকালে তার অফিসে যেতে হবে, একটু সমস্যা হয়েছে।

পরদিন সকালে ওই নারী প্রথমে তার অফিসে গিয়ে দেখেন তালা মারা। এরপর সোহেল তাকে তার ফ্ল্যাট বাসায় নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখেন কেউই নেই। সেখান থেকে চলে আসতে চাইলে তাকে মারপিট করা হয়। এরপর সোহেল তার মুখে হিজাব গুঁজে দেন। পরে তাকে ধর্ষণ করে এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এসব বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছেড়ে দেওয়ার ভয় দেখান। পরে ওই নারী তার বাড়ি থেকে চলে আসেন। থানায় অভিযোগ দিলে পুলিশ তা তদন্ত করে সত্যতা পেয়ে মামলা রেকর্ড করে। সবশেষে সোমবার দিবাগত রাতে সোহেলকে আটক করে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর