Sunday, September 28, 2025

যশোর শিক্ষাবোর্ডে ভেন্যুকেন্দ্র বাতিল

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এসএসসি পরীক্ষার সব ভেন্যুকেন্দ্র বাতিল করেছে। এখন থেকে কোনো কেন্দ্রে স্থান সংকুলান না হলে শিক্ষার্থীদের নিকটবর্তী মূল কেন্দ্রে স্থানান্তর করা হবে।

বোর্ড সূত্রে জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে ২৯৯টি। এর মধ্যে অতিরিক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে ভেন্যুকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো, যার সংখ্যা ছিল ১৪০টি। দীর্ঘদিন ধরে এসব ভেন্যুকেন্দ্রে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ থাকায় বোর্ড এ সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে গত ১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

যশোর সদর উপজেলার খাজুরা এন.এম. মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নূরুন্নাহার জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী তাদের কেন্দ্র পার্শ্ববর্তী নিউটাউন বালিকা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, যেসব প্রতিষ্ঠান ভেন্যুকেন্দ্র করে নিজেদের শিক্ষার্থীদের পরীক্ষা নিত, এখন থেকে তাদের নিকটবর্তী মূল কেন্দ্রে যুক্ত হতে হবে। এজন্য ২০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আবেদন করতে বলা হয়েছে।

উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শেখ আমিনুল ইসলাম জানান, ইতোমধ্যে ৯৫ শতাংশ কেন্দ্র বোর্ডকে অবহিত করেছে। বাকি কেন্দ্রগুলোকে বোর্ড স্বয়ংক্রিয়ভাবে পার্শ্ববর্তী মূল কেন্দ্রের সঙ্গে যুক্ত করবে। তিনি বলেন, “এখন থেকে আর কোনো ভেন্যুকেন্দ্র থাকবে না।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর