যশোর শহরের বেজপাড়া গয়ারাম সড়কে একটি ঝুঁকিপূর্ণ ভবনের কারণে হাজারো মানুষের জীবন সংশয়ে পড়েছে। স্থানীয়রা জানান, বহুবার অভিযোগ করলেও বাড়ির মালিক আতিয়ার রহমান কোনও ব্যবস্থা নিচ্ছেন না বরং এলাকাবাসীকে হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতি দেখান।
লিখিত অভিযোগে জানা গেছে, গয়ারাম রোডে আতিয়ার রহমান ও তার স্ত্রী শাকিলা রহমানের নামে ৭ দশমিক ৮ শতক জমির ওপর একটি অতি প্রাচীন ভবন রয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত একতলা ভবনের ওপর ৩৫ বছর আগে চারতলা ভবন নির্মাণ করা হয়। যশোর পৌরসভার অনুমোদন ছাড়াই নির্মিত এই ঝুঁকিপূর্ণ ভবনটি এখন এলাকাবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় এটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসী জানান, বাড়িটির দু’পাশ দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। শারদীয় দুর্গোৎসবের সময় লাখো সনাতন ধর্মাবলম্বী এই সড়ক ব্যবহার করেন। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে প্রতিবেশিরা নতুন করে বাড়ি নির্মাণও করতে পারছেন না। অভিযোগ রয়েছে, আতিয়ার রহমানকে বহুবার জানানো হলেও তিনি কর্ণপাত করেননি উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শেখ রকিবুল ইসলাম বলেন, এলাকার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে আমি পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি। আইন যা করার করবে, তবে ভবনটির কারণে কারও ক্ষয়ক্ষতি হলে দায়ভার মালিককে বহন করতে হবে।
অভিযোগ সম্পর্কে জানতে আতিয়ার রহমানের কাছে কয়েকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম বলেন, কাগজপত্র না দেখে কিছু বলা যাবে না। অভিযোগ থাকলে নথি দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে যশোর পৌরসভার ইঞ্জিনিয়ার বি এম কামাল আহমেদকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
রাতদিন সংবাদ/আর কে-০৫







