Sunday, September 28, 2025

যশোর এমএম কলেজে ছাত্রদল আয়োজিত শর্টপিচ ক্রিকেটের ফাইনালে ইতিহাস বিভাগের জয়

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চার দিনব্যাপী এই আয়োজনে কলেজের ১৯টি বিভাগ অংশ নেয়।

রোববার সকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্যাট করতে নেমে ইতিহাস বিভাগ ৬ ওভারে ৭২ রান তোলে। জবাবে ভূগোল ও পরিবেশ বিভাগ নির্ধারিত ওভারে ৫২ রান করতে সক্ষম হয়। ফলে ২০ রানের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এস. এম. শফিকুল ইসলাম। এ সময় শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক প্রফেসর মুকুল হায়দার উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটোন তরফদার, গোলাম সরোয়ার, আকিব আনোয়ার, ছাত্রনেতা আব্দুস সামাদ, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর