Sunday, September 28, 2025

কাজী ইনামকে অপসারণের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করায় আন্দোলন অব্যাহত রয়েছে। রোববার যশোর প্রেসক্লাবের সামনে তার অপসারণের দাবিতে বেলা ১১টায় মানববন্ধন পালন করেন ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাহাতাব নাসির পলাশ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, খান শফিক মোহাম্মদ রতন, আব্দুল মান্নান, মোস্তফা গোলাম কাদের, এ, বি, এম আখতারুজ্জামান, মোস্তাক নাসির টনি, সোহেল মাসুদ হাসান টিটো, সোহেল আল মামুন নিশাদ, রায়হান সিদ্দিকী প্রবাল, আয়াজ উদ্দিন রিপন প্রমুখ।

বক্তব্যে ক্রীড়া সংগঠকরা বলেন, অবিলম্বে কাজী ইনাম আহমেদকে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শুধু তাই নয়, জেলার সকল ক্রীড়া কার্যক্রম বন্ধ করার হুশিয়ারি দেন তারা।

সংঠকরা আরো বলেন, কাজী ইনাম আহমেদ জেলার ক্রীড়া কর্মকান্ডে কখনও জড়িত ছিলেন না। একজনকে পরিবর্তন করে তার নাম যুক্ত করা হয়েছে। এ থেকে বোঝা যায় নির্দিষ্ট উদ্দ্যেশে হাসিলের জন্য তাকে জেলা ক্রীড়া সংস্থায় যুক্ত করা হয়েছে। আর শ্রীনিবাস হালদারের মতো একজন দক্ষ ক্রীড়া সংগঠনের নাম বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাদের হাতে ক্রীড়াঙ্গন ধ্বংস হয়েছে,তাদেরকে আবার যশোরের ক্রীড়াঙ্গনে পুর্নাবাসন করার অপচেষ্টা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। বিগত দিনে কাজী ইনাম কাগজে কলমে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত ছিলেন। কিন্তু দৃর্শমান কোনো কিছুই তিনি দেখাতে পারেননি। আমরা জানতে চাই কার সুপারিশে এবং কোন অথরিটির মাধ্যমে তিনি জেলা ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটিতে যুক্ত হয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর