Saturday, December 6, 2025

যশোর বাউলিয়া বাজারে বিজিবির অভিযানে বিদেশি নাগরিক আটক

মাসুদুর রহমান শেখ: যশোর সদর উপজেলার নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।

আটককৃত ভারতীয় নাগরিক উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলার জীবন হালদারের ছেলে উত্তম হালদার (৩৯)।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি যশোরের কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদ এবং ১টি মোবাইলসহ এক ভারতীয় নাগরিককে আটক করে।

আটককৃত ব্যক্তির ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মদগুলো পাওয়া যায়।

আটককৃত ভারতীয় নাগরিককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারতে থেকে যশোর হয়ে ঢাকা পাচার করার উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মাদকদ্রব্য এবং চোরাকারবারী আটকের নিমিত্তে বিজিবি’র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর