যশোর সদরের প্রতিটি মন্দিরে শারদীয় শুভেচ্ছা উপহার বিতরণ করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে তারা এ উপহার বিতরণ কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার ও শনিবার তারা সদর উপজেলার ১৬৬টি মন্দিরে এ উপহার পৌঁছে দেবেন।
সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে যশোর সদর উপজেলার চাঁচড়া, রামনগর, ফতেপুর, নরেন্দ্রপুর, কচুয়া, বসুন্দিয়া, ইছালী, লেবুতলা, কাশিমপুর ও নওয়াপাড়া ইউনিয়নের ৮১টি মন্দিরে উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া শনিবার হৈবতপুর, চুড়ামনকাঠি, দেয়াড়া, আরবপুর ইউনিয়ন ও যশোর পৌরসভার নয়টি ওয়ার্ডে এ উপহার পৌঁছে দেওয়া হবে।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর নেতৃত্বে উপহার বিতরণে অংশ নেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সহসভাপতি শাহজালাল, মীর নুর ইমাম, রেজাউল ইসলাম কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিট, যশোর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক অলোক ঘোষ, অ্যাডভোকেট সুদীপ্ত কুমার ঘোষ, সুব্রত ঘোষ শুভ, বাধন হোড় প্রমুখ। এছাড়া এ সময় প্রত্যেক ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাতদিন সংবাদ







