Sunday, September 28, 2025

যশোরে নারীসহ তিন মাদক কারবারি আটক

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

যশোরে পৃথক অভিযানে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার এসআই চঞ্চল কুমার বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারির সামনে থেকে নারীসহ দুইজনকে আটক করা হয়। তারা হলেন সদর উপজেলার বসুন্দিয়া কলোনীপাড়ার ইমরান খানের স্ত্রী বিথী বেগম (৩৮) এবং জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে আসাদ কবির (৪৫)। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, বিথী বেগম একজন চিহ্নিত মাদক বিক্রেতা। ওই সময় তিনি মাদক বিক্রি করছিলেন আর আসাদ কবির সহযোগিতা করছিলেন। বিথী বেগমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে আরও দুটি মামলা রয়েছে।

ফুলবাড়ি ক্যাম্পের এএসআই আশিকুর রহমান জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ইছালী রাজাপুর এলাকার একটি সেলুনের সামনে থেকে ১৯ পিস ইয়াবাসহ নবী হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মহনপুর গ্রামের নওশের আলীর ছেলে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর