যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে আটক হওয়া রাকিবুল হাসান রাকিব জামিন পেয়েছেন। স্ত্রী বাঘারপাড়ার জয়নগর গ্রামের মোজাফফর হোসেনের মেয়ে সালেহা খাতুন সুমনার দায়ের করা মামলায় গত ৪ সেপ্টেম্বর আদালতে হাজিরার দিনে তাকে আটকাদেশ দেন বিচারক। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। রাকিবুল হাসান রাকিব যশোর শহরের উপশহর নিউমার্কেট এলাকার রশিদ মৃধার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে পারিবারিকভাবে রাকিবুল হাসান রাকিবের সঙ্গে সুমনার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে তিনটি কন্যাসন্তান। বিয়ের দুই বছর পার হতে না হতেই রাকিব দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে গত বছরের ১ জুন রাকিব বাড়ি থেকে তাড়িয়ে দেন সুমনাকে। এরপর সুমনা আদালতে মামলা করেন। পরে রাকিব এমন আর করবেন না—এ মর্মে অঙ্গীকার করলে সুমনা মামলা প্রত্যাহার করে নেন। কিন্তু গত ৯ জানুয়ারি ফের সুমনাকে যৌতুকের দাবিতে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেন রাকিব। এরপর জানিয়ে দেন দুই লাখ টাকা যৌতুক না দিলে তাকে আর ঘরে তুলবেন না। এক পর্যায়ে সুমনা ফের আদালতে মামলা করেন। আদালত সমন জারি করেন। রাকিব আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গত ১২ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান রাকিব। সম্প্রতি জামিনে বের হওয়ার পর আতঙ্ক দেখা দিয়েছে সুমনার পরিবারের মাঝে।
রাতদিন সংবাদ







