Sunday, September 28, 2025

সাতক্ষীরায় বিশ্বকর্মা ও মনসা পূজা উদযাপন

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

চার শত বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা বিলুপ্তির পথে

সাতক্ষীরা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব—বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোল এলাকার গুড়পুকুরপাড় বটতলাস্থ মনসাতলায় মনসাতলা মন্দির কমিটির আয়োজনে পূজা অনুষ্ঠিত হয়।

পূজাকে ঘিরে পলাশপোল মোড়ে দূরদূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা ও মিষ্টি-মিঠাই সাজিয়ে বসেন।

প্রতিবছর সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে এই দিনে সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন হয়ে থাকে। তবে এ বছর সাতক্ষীরা পৌরসভা মেলার কোনো উদ্যোগ নেয়নি।

এ অবস্থায় সচেতন মহল ও নাগরিক সমাজের দাবি, সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আজ বিলুপ্তির পথে। তারা প্রতি বছর ছোট পরিসর হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ঐতিহ্য ধরে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর