বরিশাল জেলার হিজলা উপজেলায় ১২ বছর আগে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– হিজলার পূর্ব কোরালিয়া গ্রামের কবীর আকন ও জব্বার ব্যাপারী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু জানান, ২০১৩ সালের ২৮ জুলাই ওই তরুণী বাড়ি ফেরার পথে আসামিরা পথরোধ করে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর হত্যা করে লাশ খালে ফেলে গুমের চেষ্টা চালান।
পরদিন তরুণীর খোঁজ না পেয়ে তার মামা মোক্তার হোসেন বাদী হয়ে হিজলা থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে এবং তদন্তে দণ্ডপ্রাপ্তদের সম্পৃক্ততা পায়। আদালত ১৮ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে এই দণ্ডাদেশ দেন।
অনলাইন ডেস্ক/আর কে-০৮







