যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া রোডে নিহত সন্ত্রাসী আসাদুজ্জামান ওরফে বুনো আসাদের স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে দুইজনকে। তারা হলেন,বেজপাড়া বনানী রোডের মৃত ওমর আলীর ছেলে স্বপন এবং সহিদুল ইসলামের ছেলে রকি।
আসাদুজ্জামানের স্ত্রী উর্মি জামান (৪১) মামলায় উল্লেখ করেছেন, আসামিদের সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেই কারণে তারা প্রায় সময় হুমকি-ধমকি দিত। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামিরা বাড়ির সামনের গলিতে গিয়ে গালিগালাজ করতে থাকে। তিনি নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এতে তার বুকে, পিঠে, হাত-পায়ে জখম হয়।
এ সময় তার মেয়ে আরিফা জামান ঝিলিক ঠেকাতে গেলে তাকেও মারধর করে আহত করা হয় এবং তার গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। ঘটনার সময় তার জা পলি বেগম (২৮) এগিয়ে গেলে তাকেও মারধর করে জখম করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি সুস্থ হয়ে থানায় মামলা করেন।
রাতদিন সংবাদ







