Saturday, December 6, 2025

যশোর-নড়াইল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত অন্তত ২৫

আজম খান, বাঘারপাড়া: যশোর-নড়াইল সড়কের ভাঙ্গুড়া বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া বাজারের পূর্বপার্শ্বের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১২-১৫৩৮) নামের একটি যাত্রীবাহী বাস ব্রিজের সামনে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে বাসের কাঁচ ভেঙে যায় এবং বাসের ভেতর ঢুকে যাওয়া বাঁশে যাত্রীদের শরীরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত হন অন্তত দু’জন, তাদের মধ্যে হাসপাতালে একজন মারা যান। হালকা আহত হয়েছেন আরও ২০ থেকে ২৫ জন যাত্রী।

নিহত সাংবাদিক যশোরের ভেকুটিয়া আরবপুরের এইচএম জাফর আলী । যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন যশোরের বাঘারপাড়ার ছাতিয়ানতলার নিশিকান্তের ছেলে এসআই (নি.) নিক্কন  মুন্সিগঞ্জ জেলা থেকে সাক্ষ্য দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও তুলারামপুর হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এদিকে বাঁশ বোঝাই ট্রাকটি পালানোর সময় ধলগ্রাম রাস্তার মোড় থেকে হাইওয়ে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর