Saturday, December 6, 2025

বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের শতবর্ষ অনুষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু

যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ,বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের সদস্য রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। ২০২৬ সালের ২৩ ও ২৪ মার্চ দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান নির্ধারণ করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রস্তুতি পর্বের বিশেষ গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত শতবর্ষ উদযাপন কমিটির এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান টোকন, উপস্থিত ছিলেন সদস্য সচিব অধ্যক্ষ মোস্তাক মোর্শেদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম মোল্লা, অধ্যক্ষ সাজ্জাদ ইকবাল, শেখ তৌহিদুর রহমান। উপদেষ্টা মন্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, শেখ মোজাফফর হোসেন, প্রচার সম্পাদক শামসুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মহা: আক্তারুল আলম। উদযাপন পরিষদের যশোর কমিটির সভাপতি যশোর সমবায় ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান।  অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রভাষক সৈয়দ নেওয়াজ মোরশেদ, মোঃ সালাউদ্দিন আহমেদ, সৈয়দ ইমদাদুল হক, এম নেওয়াজ খান, হারুন অর রশিদ, এম এ গনি খান প্রমূখ। উদযাপন পরিষদের পক্ষ থেকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার ব্যাপারে সকলের প্রতি আহ্বান করেছেন।

বসুন্দিয়া সংবাদ-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর