Friday, December 5, 2025

লোহাগড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা ইউনিট কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহম্মেদ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মীর মোখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

৭ সদস্যবিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন এবং সদস্য সচিব হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন।

এছাড়া আহ্বায়ক কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন শেখ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মৃধা, বীর মুক্তিযোদ্ধা শেখ গোলাম সরোয়ার।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর