হরতালে মোরেলগঞ্জ পৌরসভার বাজারের দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ ছিল। সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। নব্বইরশি বাসস্ট্যান্ডে টায়ার পুড়িয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ করা হয়।
সকাল থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের হয়ে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ স্থানীয় বিএনপি-জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ।
হরতালে পুরো জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।