Friday, December 5, 2025

নেপালে মধ্যরাতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন সেনাপ্রধান

নেপালে ছাত্র-যুবকদের বিক্ষোভে অশান্ত পরিস্থিতি অব্যাহত। মঙ্গলবার মধ্যরাতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন দেশটির সেনাপ্রধান। তাদের দাবি-দাওয়া শোনেন তিনি। বুধবার রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের সঙ্গেও বিক্ষোভকারীদের আলোচনার সম্ভাবনা রয়েছে মধ্যস্থতার দায়িত্বে থাকবে সেনাবাহিনী।

বিক্ষোভকারীদের বিমানবন্দর দখলের চেষ্টা ব্যর্থ করে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে ফেলে সেনারা। আংশিকভাবে স্থগিত রয়েছে বিমানবন্দরের কার্যক্রম। ইন্ডিগো ও নেপাল এয়ারলাইন্স দিল্লি-কাঠমান্ডু রুটে ফ্লাইট বন্ধ রেখেছে; এয়ার ইন্ডিয়াও মঙ্গলবার চারটি ফ্লাইট বাতিল করেছে।

প্রতিবেশী নেপালের পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন। ভারত-নেপাল সীমান্তের বিভিন্ন ক্রসিং পয়েন্ট বন্ধ এবং পাঁচ সীমান্তবর্তী রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর সেনাপ্রধান কার্যনির্বাহী দায়িত্বে রয়েছেন। সেনাবাহিনী নেপাল সরকারের প্রধান সচিবালয় ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। লুটপাট ও ভাঙচুরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা এবং নাগরিকদের সহযোগিতা চেয়েছে।

সোমবার সমাজমাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে নেপাল। দুর্নীতি, স্বজনপোষণ ও আর্থিক বৈষম্যের মতো অভিযোগে উত্তাল হয়ে ওঠে দেশটি। বুধবার সকালে নতুন করে বড় কোনো সহিংসতা না ঘটলেও পরিস্থিতি এখনো থমথমে।

অনলাইন ডেস্ক/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর