ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির প্রস্তাবের শর্ত মেনে নিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন। শর্ত না মানলে পরিণতি কী হবে, তাও সংগঠনটিকে জানানো হয়েছে।
প্রায় ২৩ মাস ধরে চলা সংঘাতে ইসরায়েলের হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বহু দফা আলোচনার পরও যুদ্ধবিরতি কার্যকর হয়নি।
রোববার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইসরায়েল তার শর্তগুলো মেনে নিয়েছে, এখন হামাসেরও মানার সময় এসেছে।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ট্রাম্পের নতুন প্রস্তাব অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনেই গাজায় বন্দি সব জিম্মিকে মুক্তি দিতে হবে। বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা হাজার হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে এবং যুদ্ধবিরতির সময় গাজায় বড় ধরনের হামলা বন্ধ রাখবে ইসরায়েল।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধের যেকোনো উদ্যোগকে তারা স্বাগত জানায় এবং জিম্মি মুক্তির বিষয়ে দ্রুত আলোচনায় বসতে প্রস্তুত আছে। তবে বিনিময়ে গাজায় হামলা বন্ধের বিষয়ে স্পষ্ট ঘোষণা, সেনা প্রত্যাহার এবং গাজা-পরবর্তী ব্যবস্থাপনায় ফিলিস্তিনিদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
অনলাইন ডেস্ক/আর কে-০২







