যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামের ইব্রাহিমকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবারে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তবে, রিমান্ড আবেদনের শুনানি হয়নি। ইব্রাহিম জঙ্গলবাধাল গ্রামের সালাম হোসেনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইব্রাহিমকে আটক করা হয়েছে। অজ্ঞাত আসামিদের নাম ও ঠিকানা জানার পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনের জন্য ইব্রাহিমকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার যশোরের রাজারহাটে তুষার নামের এক যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করে সিআইডি পুলিশ। পরে তুষারের সহযোগিরা সিআইডির ওপর হামলা চালিয়ে তুষারকে ছিনিয়ে নেন। এসময় সিআইডি সদস্যরাও আহত হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় তুষারসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ মামলায় শাওন ও ইব্রাহিমকে আটক করা হয়েছে। তবে প্রধান অভিযুক্ত তুষার সরদার এখনও ধরা পড়েনি।
রাতদিন সংবাদ







