যশোরে ভোররাতে প্রেমিকার ঘরে প্রবেশ করার অভিযোগে এক কিশোরকে (১৬) স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়েছে। বর্তমানে ওই কিশোর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনা ঘটে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, বাহাদুরপুর তেতুলতলা এলাকায় এক কিশোরীর(১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জেস গার্ডেন পেছনের এক কিশোরের। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে। যা নজরে আসে কিশোরীর বাবার। বিষয়টি কিশোরীর বাবা লক্ষ্য করে এলাকাবাসীকে ডেকে কিশোরটিকে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ কিশোরটিকে হেফাজতে নিয়েছে। পুলিশ হেফাজতে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
রাতদিন সংবাদ







