Friday, December 5, 2025

ভালোবাসায় পরিপূর্ণ এক বিশেষ দিন—পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)

আজ শনিবার (বারোই রবিউল আউয়াল) বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে গভীর আবেগ-ভালোবাসায় পরিপূর্ণ এক বিশেষ দিন—পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)। এ দিনেই মুসলিমরা সর্বশ্রেষ্ঠ নবি, বিশ্বমানবতার মুক্তিদাতা, রহমাতুল্লিল আ’লামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ওফাত দিবস স্মরণ করেন।

ইতিহাসবিদদের মতে, ৫৭০ খ্রিষ্টাব্দে মক্কার কুরাইশ বংশে মা আমেনার কোল জুড়ে পৃথিবীতে আগমন করেন বিশ্বনবি (স.)। পিতৃহারা হয়ে জন্ম নেওয়া এবং অল্প বয়সেই মাতৃহারা এই মহান ব্যক্তি চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হয়ে ওঠেন। ৪০ বছর বয়সে তিনি মহান আল্লাহর পক্ষ থেকে নবুওয়তের দায়িত্ব লাভ করেন। তৌহিদের বাণী প্রচারে অসভ্য-বর্বর সমাজে কঠিন প্রতিকূলতার মুখোমুখি হলেও শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেন। পরবর্তীতে মদিনায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইতিহাসখ্যাত মদিনা সনদ প্রণয়ন করেন, যা বিশ্বের প্রথম লিখিত সংবিধান হিসেবে স্বীকৃত।

নবিজির জন্মতারিখ নিয়ে বিভিন্ন বর্ণনা থাকলেও ১২ রবিউল আউয়াল সর্বাধিক প্রসিদ্ধ। হাফেজ ইবনে কাছির (রহ.), ইবনে ইসহাকসহ ইতিহাসবিদদের মতে, এই দিনেই তাঁর জন্ম হয়েছিল। আধুনিক যুগের সিরাত গ্রন্থ ‘আর রহিকুল মাকতুম’-এ ৯ রবিউল আউয়াল তারিখ উল্লেখ আছে। মতভেদ থাকলেও মুসলিম বিশ্বে ১২ রবিউল আউয়ালকেই প্রতি বছর বিশেষভাবে পালন করা হয়।

এই দিনকে কেন্দ্র করে দেশজুড়ে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সিরাতুন্নবির আলোচনা, দরুদ পাঠ, দান-সদকা, মিলাদ মাহফিল, শোভাযাত্রা, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হয়েছে। সরকারি ছুটির দিন হিসেবে আজ সংবাদপত্র প্রকাশ বন্ধ থাকছে; আগামীকাল দৈনিকগুলো প্রকাশিত হবে।

পবিত্র দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর