Saturday, December 6, 2025

যশোরের রাজারহাটে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

যশোরে সিআইডি পুলিশের অভিযানের পর বৃহস্পতিবার দিবাগত রাতে রাজারহাট এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় এক কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন, রামনগর মোল্লাপাড়ার শুকুরের ছেলে রেজওয়ান হোসেন, ধোপাড়াপাড়া পুকুরকূলের শাকের আলীর ছেলে ইউসুফ শেখ এবং মোতাহার সরদারের ছেলে জাবেদ সরদার। তাদের কাছথেকে এক কেজী গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, তাদের কাছে খবর আসে রাজারহাট এলাকায় মাদকের কারবার চলছে। তারই প্রেক্ষিতে ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় রেজওয়ানের কাছ থেকে ৮শ’ গ্রাম গাঁজা এবং অপর দুইজনের কাছ থেকে ১শ’ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রেজওয়ানের বিরুদ্ধে মাদকের দুটি মামলা, ইউসুফের বিরুদ্ধে তিনটি এবং জাবেদের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

উল্লেখ্য, গত বুধবার সিআইড পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তুষার নামের এক যুবককে আটক করে। সিআইডির দাবি, পরবর্তীতে তুষারের সহযোগিরা এসে তাদের উপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয় তুষারকে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় দুইটি মামলা করা হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর