Friday, December 5, 2025

কেশবপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে প্রভাতী সংঘ চ্যাম্পিয়ন

মোঃ জাকির হোসেন, কেশবপুর: কেশবপুরের আলতাপোল স্কুল মাঠে আজাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৪ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়।

ফাইনালে কেশবপুরের প্রভাতী সংঘ এক গোলে মনিরামপুরের মসিহাটি ফুটবল স্পোর্টিং ক্লাবকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি মোঃ হাদিউজ্জামান ইভান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর