মোঃ জাকির হোসেন, কেশবপুর: কেশবপুরের আলতাপোল স্কুল মাঠে আজাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৪ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়।
ফাইনালে কেশবপুরের প্রভাতী সংঘ এক গোলে মনিরামপুরের মসিহাটি ফুটবল স্পোর্টিং ক্লাবকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, পৌর বিএনপির সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেফারি মোঃ হাদিউজ্জামান ইভান।







