Saturday, December 6, 2025

যশোরে কলেজছাত্র আসিফ নিখোঁজ, গ্রামে উদ্বেগ

দিনভর খোঁজাখুঁজি ও মাইকিং করেও সন্ধান মেলেনি কলেজছাত্র আসিফের। কাজী নজরুল ইসলাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আসিফ হোসেন যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা হারুনের ছোট ছেলে।

বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আসিফ। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা সারাদিন খুঁজেও তার কোনো সন্ধান পাননি। পরে গ্রামে মাইকিং করে খবর দেওয়া হয়, তবু খোঁজ মেলেনি। এ ঘটনায় পুরো গ্রামে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আসিফের বাবা হারুন বলেন, আমার ছেলে পড়াশোনায় খুব ভালো। কিছুদিন ধরে ওর মানসিক সমস্যার কারণে আমরা চিকিৎসা করাচ্ছিলাম। বৃহস্পতিবার সকালে আমি কাজে বের হওয়ার সময় আসিফ ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর তার মা দেখতে পান আসিফ নেই। চারদিকে খোঁজ করেও পাইনি। পরে প্রতিবেশীদের নিয়ে খুঁজেও পাওয়া যায়নি। আমরা খুব উদ্বিগ্ন। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  আসিফের সন্ধানদাতাকে পরিবার থেকে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর