Friday, December 5, 2025

ভারতের সিরিজ স্থগিত: আর্থিক ক্ষতির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী এশিয়া কাপের আগে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে নানা বাস্তবতায়’ সেই সিরিজ ১৩ মাস পিছিয়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবুও আসন্ন এশিয়া কাপ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির স্বার্থে নেদারল্যান্ডসের বিপক্ষে হঠাৎ করেই সিরিজ আয়োজন করে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সিলেটে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই সহজ জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে তৃতীয় ম্যাচ, লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আমরা কিন্তু নেদারল্যান্ডসের কাছে হেরেছিলাম। শক্তির বিষয় নয়, প্রস্তুতিই আসল। ভারতের সিরিজ না হওয়ায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তবুও দলের ধারাবাহিকতা ধরে রাখতেই এই সিরিজ আয়োজন করেছি।

দলের টস জিতে সব ম্যাচে বোলিং নেওয়া প্রসঙ্গে তিনি জানান, এটি পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এটা আন্তর্জাতিক খেলা, কেউ পরীক্ষা করতে চায় না। আমাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকে না।

সকালে ক্রিকেটারদের সঙ্গে এক ঘণ্টা কাটিয়ে তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেশ উঁচুতে। তরুণ দল হলেও তারা ভালো করছে। উন্নতির সুযোগ আছে অনেক। আমি চেষ্টা করেছি তাদের চিন্তার জায়গাগুলো খুলে দিতে।

সবশেষে তিনি সবার দোয়া কামনা করে বলেন, এই দলটা সম্ভাবনাময়। প্রস্তুতির এই ধাপগুলোই ভবিষ্যতে বড় মঞ্চে কাজে দেবে।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর