Friday, December 5, 2025

দক্ষিণ ক্যারিবীয় সাগরে মার্কিন হামলায় ১১ নিহত

দক্ষিণ ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা সন্দেহভাজন মাদকবাহী একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ১১ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌকায় হামলা চালায়। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কয়েক মিনিট আগে আমরা একটি মাদকবাহী নৌকা গুলি করে উড়িয়ে দিয়েছি। এতে বিপুল পরিমাণ মাদক ছিল।

পরে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করেন, যাতে সমুদ্রে একটি স্পিডবোট বিস্ফোরিত হয়ে আগুনে জ্বলতে দেখা যায়। তিনি দাবি করেন, নিহত ১১ জন ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’র সদস্য এবং তাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেন। তবে ভেনেজুয়েলার তথ্যমন্ত্রী ফ্রেডি নানেজ ভিডিওটিকে ‘এআই-তৈরি’ বলে অভিযোগ করেছেন, যদিও রয়টার্স প্রাথমিকভাবে কোনো কারসাজির প্রমাণ পায়নি।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনো হামলার বিস্তারিত প্রকাশ করেনি। নৌকায় কী ধরনের মাদক ছিল বা কত পরিমাণে ছিল—সেটিও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, সন্দেহভাজন নৌকাকে আটক না করে সরাসরি ধ্বংস করা অস্বাভাবিক এবং এটি সন্ত্রাসবিরোধী অভিযানের মতো।

মাদকবিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সম্প্রতি দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে সাতটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক চালিত সাবমেরিন এবং গোয়েন্দা নজরদারির জন্য পি-৮ স্পাই প্লেন মোতায়েন করেছে। এসব জাহাজে রয়েছেন ৪ হাজার ৫০০-এর বেশি মার্কিন নৌসেনা ও মেরিন।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর