ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ সাঁতার দল বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছে।
বাংলাদেশ দলের সদস্যদের মধ্যে সেনাবাহিনীর ১২ জন, নৌবাহিনীর ২ জন এবং বিমান বাহিনীর ২ জনসহ মোট ১৬ জন সাঁতারু ছিলেন। সীমান্তে ফেরার সময় তাদের স্বাগত জানানো হয়।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ৭৯তম বিশ্ব দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় খেলোয়াড়দের প্রত্যাবর্তনে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।







