Friday, December 5, 2025

টেস্ট র‍্যাংকিংয়ে এখন আফগানিস্তানের নিচে বাংলাদেশ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‍্যাংকিংয়ে নিউজিল্যান্ডের শীর্ষে ওঠার ব্যাপারটা অনুমিতই ছিল। তবে বুধবার (৬ জানুয়ারি) সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র‍্যাংকিং প্রকাশ হওয়ার পর অনাকাঙ্ক্ষিত এক লজ্জার সম্মুখীন হল বাংলাদেশ। ক্রিকেটের কুলীন গোত্রের নবীনতম সদস্য আফগানিস্তানেরও নিচে এখন টাইগাররা।

করোনাভাইরাসের কারণে গত মার্চের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি বাংলাদেশ। লকডাউনের পর প্রায় সব দল মাঠে ফিরলেও এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি টাইগাররা। এর আগে আফগানিস্তানের সঙ্গে টেস্ট সিরিজে হেরেছিল মুমিনুল হকের দল। যার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। নয়ে থাকা আফগানদের বর্তমান রেটিং ৫৭। অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট ৫৫।

আইসিসির ঘোষিত এ র‍্যাংকিংয়ে সবার ওপরে আছে নিউজিল্যান্ড। আইসিসি র‍্যাংকিং পদ্ধতি শুরু হওয়ার পর এই প্রথমবার শীর্ষে উঠল ব্ল্যাকক্যাপসরা। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জেতার সুবাদে শীর্ষে উঠেছে কিউইরা।

সবশেষ র‍্যাংকিং অনুযায়ী ২৭ ম্যাচে নিউজিল্যান্ডের অর্জন ৩১৯৮ পয়েন্ট ও ১১৮ রেটিং। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩০২৮ ও ১১৬ রেটিং। ১০০’র বেশি রেটিং রয়েছে আর মাত্র দুটি দেশের। ১১৪ ও ১০৬ রেটিং নিয়ে যথাক্রমে তৃতীয়, চতুর্থ অবস্থানে রয়েছে ভারত ও ইংল্যান্ড।

আইসিসির সবশেষ আপডেটকৃত টেস্ট র‍্যাংকিং

১/ নিউজিল্যান্ড – ১১৮ রেটিং
২/ অস্ট্রেলিয়া – ১১৬ রেটিং
৩/ ভারত – ১১৪ রেটিং
৪/ ইংল্যান্ড – ১০৬ রেটিং
৫/ দক্ষিণ আফ্রিকা – ৯৬ রেটিং
৬/ শ্রীলঙ্কা – ৮৬ রেটিং
৭/ পাকিস্তান – ৮২ রেটিং
৮/ ওয়েস্ট ইন্ডিজ – ৭৭ রেটিং
৯/ আফগানিস্তান – ৫৭ রেটিং
১০/ বাংলাদেশ – ৫৫ রেটিং

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর