Friday, December 5, 2025

নড়াইলে লাইসেন্সবিহীন সার বিক্রির অভিযোগে দোকান সিলগালা

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে লাইসেন্স ছাড়াই সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর দোকান সিলগালা করেছেন নড়াইল সদর উপজেলা ভূমি কর্মকর্তা।

রোববার দুপুরে চাকই মোল্যাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন নড়াইল সদর উপজেলা ভূমি কর্মকর্তা দেবাশিষ অধিকারী।

তিনি জানান, অভিযুক্ত সার ব্যবসায়ী জুয়েল শেখ দীর্ঘদিন ধরেই অবৈধভাবে সার বিক্রি করে আসছিলেন। এর আগে তাকে জরিমানা করা হলেও পুনরায় অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। অভিযানের সময় তাকে দোকানে পাওয়া যায়নি। বাড়িতে খোঁজ করা হলেও তিনি সেখান থেকেও পালিয়ে যান। পরে দোকান জব্দ করে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা দোকানে মজুত সারের ছবি তোলেন।

স্থানীয় কৃষকরা জানান, জুয়েল প্রচলিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করতেন। ফলে বাধ্য হয়ে কৃষকদের তার কাছ থেকে সার কিনতে হতো। এ কারণে ক্ষুব্ধ হয়ে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানান।

স্থানীয়রা আরও জানান, জুয়েল বিছালী ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি স্থানীয় ডিলার আব্বাস আলি সর্দারের কাছ থেকে সার সংগ্রহ করে চাকই বাজারে প্রকাশ্যে বিক্রি করতেন।

অভিযোগ রয়েছে, এর আগে পুলিশের ওপর হামলা, গাছ চুরি করে বিক্রি এবং নানান অবৈধ কর্মকাণ্ডের সঙ্গেও জুয়েলের সম্পৃক্ততা ছিল।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর