আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে যশোর জেলা বিএনপি চারদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। রোববার প্রথম দিনে আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় জেলা বিএনপির পার্টি অফিস প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে। সকাল সাড়ে ১০টায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় টাউন হল মাঠ থেকে বের হবে বর্ণাঢ্য র্যালি।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ জেলার সব দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়েছে। এছাড়া বিএনপির ১৬টি ইউনিট ও অঙ্গসহযোগী সংগঠনের অংশগ্রহণে বিকেল ৩টায় শহরের টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম এবং কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। তিনি আরও জানান, আগামী ৩ সেপ্টেম্বর বুধবার সকল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালি বের করা হবে। এ চারদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
বিশেষ প্রতিনিধি






