যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর গ্রামে মায়ের ওপর ছেলের হামলার ঘটনা ঘটেছে। রোববার (৩১ অগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত নারী রাহিমা (৪৮) ওই এলাকার মাসুমের স্ত্রী।
তিনি অভিযোগ করেছেন, তার ছেলে আব্দুল আহাদ (২১) সকালে হঠাৎ করেই তাকে মারধর করে গুরুতর আহত করেছে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, মাত্র খবর শুনেছি, ঘটনাস্থলের পথে রয়েছি।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, এ বিষয়ে কেউ এখনও কোনো অভিযোগ করেননি। পুলিশ তদন্ত শুরু করেছে।
রাতদিন সংবাদ







