Saturday, December 6, 2025

যশোর জেনারেল হাসপাতালে নারী পকেটমার আটক

যশোর জেনারেল হাসপাতালে চুরির সময় হাতে নাতে এক নারী পকেটমারকে আটক করা হয়েছে। এসময় তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা ১১ টার পর হাসপাতালের আউটডোর বিভাগে।

আটক শিউলি ঝিনাইদহের কালিগঞ্জ রেলস্টেশন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোরে ডাক্তারদেখাতে আসেন মীর মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি। ওই নারী তার পাশে দাড়িয়ে কৌশলে তার প্যান্টের পকেটে থেকে টাকা উঠিয়ে নেন। পরে পাশের একজন দেখে ফেলে। এরপর তিনি হাতে নাতে ধরে ফেলেন। দেখতে পান শিউলি তিনহাজার ২শ’২২ টাকা ছিনিয়ে নেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ ওই নারীকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করছে।

রাতদিন সংবাদ/আর কে-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর