Thursday, November 6, 2025

আইসিইউ থেকে এক সপ্তাহের মধ্যে রিলিজের সম্ভাবনা: ঢামেক পরিচালক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এক সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ আগস্ট) নুরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, ধীরে ধীরে নুরের উন্নতি হচ্ছে। নুরের চারটি গুরুতর সমস্যা রয়েছে—নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে আঘাত আছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে। তিনি কিছুটা ট্রমায় আছেন। গঠিত বোর্ডের সুপারিশ অনুযায়ী সব ধরনের চিকিৎসা চলমান আছে।

গত শুক্রবার রাতের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে পরিচালক জানান, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের সময় নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই আহত হন। গুরুতর অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেকের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

অনলাইন ডেস্ক/আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!