Friday, December 5, 2025

এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝআকাশে আগুন

অঘটন যেন পিছু ছাড়ছে না ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। রাজধানী দিল্লি থেকে উড্ডয়নের পরপরই মাঝআকাশে ফ্লাইটের একটি ইঞ্জিনে আগুন লাগে। রোববার (৩১ আগস্ট) সকালে দিল্লি থেকে ইন্দোরগামী এআই-২৯১৩ ফ্লাইটটির ককপিট থেকে ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে পাইলট ইঞ্জিনটি বন্ধ করে দিল্লিতে ফেরার সিদ্ধান্ত নেন। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদ আছেন বলে জানিয়েছেন সংস্থার মুখপাত্র।

এয়ারলাইন্স সূত্রে জানা যায়, বিমানের দুটি ইঞ্জিন থাকায় একটি বন্ধ হয়ে গেলেও অন্যটি সচল থাকায় আরও কিছুক্ষণ আকাশে ভেসে থাকতে পেরেছিল বিমানটি। তবে সামান্যতম কোনো সমস্যা দেখা দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইটটির ইঞ্জিন পরীক্ষা করে দেখা হচ্ছে। যাত্রীদের ইন্দোরে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

উল্লেখ্য, এর আগেও ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে ২৬০ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। নতুন এ ঘটনায় আবারও আলোচনায় এসেছে এয়ারলাইন্সটির নিরাপত্তা ইস্যু।

অনলাইন ডেস্ক/আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর