Friday, December 5, 2025

শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জয়ী জামতলা ফুটবল একাদশ

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে জামতলা ফুটবল একাদশ বারোপোতা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় শার্শার রামপুর স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

প্রথমার্ধে বারোপোতা ফুটবল একাদশ একটি গোল করে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে জামতলা ফুটবল একাদশ সমতা ফেরায়। ফলে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয় জামতলা ফুটবল একাদশ। এর সুবাদে তারা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

জয়ী দলের গোলরক্ষককে “ম্যান অব দ্য ম্যাচ” পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, শ্রমবিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।

এছাড়া বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক আতাহার রহমান, পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা ছাত্রদলের শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল আরিফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন আলম, ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, বিএনপি নেতা লাল্টু, জাহাঙ্গীরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর