গুরুতর অপরাধের সাথে জড়িত থাকার সুনিদিষ্ট অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মণিরামপুর পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনকে বিএনপি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে দলীয় নেতাকর্মীদের তার সাথে সকল প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।






