Saturday, December 6, 2025

যশোরে ব্রাদার টিটোস হোমে পাঞ্জা লড়াই

যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোম স্কুলে অনুষ্ঠিত হলো জমজমাট পাঞ্জা লড়াই। শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শনিবারের প্রতিযোগিতা রূপ নেয় উৎসবে।

চূড়ান্ত পর্বে ৩২ শিক্ষার্থী ও ৮ অভিভাবক লড়াইয়ে অংশ নেন। শিক্ষার্থীদের মধ্যে চ্যাম্পিয়ন হন তানজিন আলম, বাবাদের মধ্যে মেরিন উজ্জামান এবং মায়েদের মধ্যে ফাল্গুনী দাস। বিজয়ীরা ক্রেস্ট, মোরগ, ডিম ও কলা পুরস্কার পান।

প্রতিযোগিতা পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষ আলী আজম টিটো। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর